28 C
আবহাওয়া
২:৩০ পূর্বাহ্ণ - আগস্ট ১০, ২০২৫
Bnanews24.com
Home » ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ড, নিহত ৫০

ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ড, নিহত ৫০


বিএনএ, বিশ্বডেস্ক : ইরাকে  শপিংমলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৭ জুলাই) সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে । বৃহস্পতিবার ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে, এই ভয়াবহ আগুন লেগেছে আল-কুট শহরের একটি সুপারমার্কেটে।

ভিডিওতে দেখা গেছে, একটি বড় ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে।

আল জাজিরা বলছে, পূর্ব ইরাকের কুট শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে প্রদেশটির গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ