বিএনএ, বিশ্বডেস্ক : গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় নিহতের সংখ্যা প্রায় ৫৮ হাজার ছাড়িয়েছে।
বুধবার (১৬ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নতুন করে আরও ৯৪ জন নিহতের মরদেহ আনা হয়েছে। একই সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫২ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখনো বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং রাস্তায় পড়ে থাকলেও সেগুলো উদ্ধার করা যাচ্ছে না।
চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ও হামাস সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও, তা বেশিদিন টেকেনি। গত ১৮ মার্চ ইসরায়েল ওই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে গাজা উপত্যকায়। এর পরবর্তী সময়েই সবচেয়ে ভয়াবহ মাত্রায় হামলা শুরু হয়, যেখানে এখন পর্যন্ত অন্তত ৭ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ২৭ হাজার ৫৬৬ জন আহত হয়েছেন।
বিএনএ/ ওজি/শাম্মী