বিএনএ,বগুড়া :বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে । একই ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক তরুণী। ।
নিহতরা হলেন- ওই এলাকায় মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেওয়া (৭০) ও তার ছেলে পারভেজের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২২)। আর আহত তরুণী আব্দুল কুদ্দুসের অপর ছেলে বুলবুলের মেয়ে বন্যা (১৮)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে হত্যার কারণ ও জড়িতদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে বৃদ্ধা লাইলী বেওয়া, হাবিবা ইয়াসমিন ও বন্যাকে ছুরিকাঘাত করে। এলাকাবাসী টের পেয়ে ওই বাড়িতে এসে রক্তাক্ত তিন নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত বন্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিএনএ/ ওজি/শাম্মী