17 C
আবহাওয়া
৫:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি

মেসি

বিএনএ, স্পোর্টস ডেস্ক : চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে লিওনেল মেসিকে। পরীক্ষা নিরীক্ষার পর এমনটাই জানানো হয়েছে।

খবরে বলা হচ্ছে, কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান লিওনেল মেসি। পরীক্ষা-নিরীক্ষার পর মেসির ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

মায়ামির বিবৃতিতে বলা হয়, ‘মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তাঁর পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর।

মায়ামি কোচ টাটা মার্টিনো মেসির দ্রুত প্রত্যাবর্তনের আশা ছাড়ছেন না, ‘তার পায়ের গোড়ালি মচকে গেছে। আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। আশা করছি সবকিছু দ্রুতই ঠিক হয়ে যাবে। তাকে আমরা দ্রুতই মাঠে ফিরে পাব।’

মেসি অবশ্য গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছিলেন, তিনি এখন ভালো আছেন। শেষ পর্যন্ত কবে মাঠে ফিরতে পারবেন মেসি, সেটা সময়ই বলে দেবে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ