রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ এবং বুধবার (১৭ জুলাই) বেলা ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পত্রের সূত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রাজশাহীতে শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ ঘোষণার পরপরই মেস-বাসা ছাড়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী মহানগর মেস মালিক সমিতি। বুধবার দুপুর ১২টার মধ্যে সকল ছাত্রাবাস-ছাত্রীনিবাস, ফ্ল্যাট-বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের এ নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি মো. এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এএসএম ওমর শরীফ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বঙ্গবন্ধু হলে শাখা ছাত্রলীগের সভাপতির রুমে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে তিনটি পিস্তল, একাধিক দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেন তারা।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের দপ্তর সেল ও সভাপতির কক্ষ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের কক্ষেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে বাঁধা দিতে আসলে শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস থেকে পালিয়ে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ অন্যন্যা নেতাকর্মীরা।
বিএনএনিউজ২৪/ সাকিব/এমএইচ/ হাসনা