28 C
আবহাওয়া
১১:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » বিএনএ’র প্রতিনিধিসহ ১০ জন পেলেন সেরা প্রতিবেদক পুরস্কার

বিএনএ’র প্রতিনিধিসহ ১০ জন পেলেন সেরা প্রতিবেদক পুরস্কার


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাস সাংবাদিকতায় সেরা প্রতিবেদক (স্পেশাল ক্যাটাগরি) হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ সাকিবসহ ১০ জন।

রোববার (১৬ জুলাই) ডিন’স কমপ্লেক্সের সেমিনার কক্ষে রাবি প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘ক্যাম্পাস সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের’ সমাপনী অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।

ফিচার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন প্রতিদিনের সংবাদ পত্রিকার জুবায়ের জামিল এবং দ্বিতীয় হয়েছেন জাগো নিউজের সাংবাদিক মনির হোসেন মাহিন। স্পেশাল ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক হিসেবে প্রথম হয়েছেন ঢাকা পোস্টের জুবায়ের জিসান এবং দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সৈয়দ সাকিব। কারেন্ট ইভেন্টে সেরা প্রতিবেদক হিসেবে প্রথম হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের মারুফ হোসেন মিশন ও দ্বিতীয় হয়েছেন দৈনিক ইত্তেফাকের আশিকুল ইসলাম ধ্রুব।

এছাড়াও উদীয়মান সেরা প্রতিবেদক হয়েছেন দৈনিক জনবাণীর ফারজানা খানম সারথি, দ্যা রাইজিং ক্যাম্পাসের সোহানুর রহমান, নিউজ ভিশনের আল মাহমুদ বিজয় ও যমুনা প্রতিদিনের সাবিনা ইয়াসমিন। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারি সকলের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

রাবি প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান অভির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম তুহিনের সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল ইসলাম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আমজাদ হোসেন, উপদেষ্টা অধ্যাপক মো. হাসানাত আলী এবং জনসংযোগ প্রশাসক ও প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘ক্যাম্পাস সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহীল বাকী, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সালমান সাকিল, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মো. ইউসুফ আলী, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার সফিকুল ইসলাম সবুজ, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার ফাররুখ বাবু এবং নিউজ টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ।কর্মশালায় সার্বিক সহযোগিতা করেছেন উত্তরায়ন আমানা সিটি।

বিএনএ/ সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ