15 C
আবহাওয়া
১২:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভাসহ পটুয়াখালীর দুই ইউপি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভাসহ পটুয়াখালীর দুই ইউপি নির্বাচনে চলছে ভোটগ্রহণ


বিএনএ ডেস্ক : পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সোমবার (১৭ জুলাই) ভাণ্ডারিয়ার ৯টি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। পৌরসভা গঠনের পর এই প্রথমবার ভোটাররা সরাসরি ভোট প্রদান করছেন।

নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খসরু। তার শক্তিশালী প্রতিদ্বন্দি হিসেবে পরিচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জাতীয় পার্টি জেপি (মঞ্জু) দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. মহিবুল হোসেন মাহিম (বাই সাইকেল)। দুই প্রার্থী শক্ত অবস্থানে থাকায় গুরুত্বপূর্ণ এ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনে পৌর শহর এখন সরগরম, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল ৭টার মধ্যে ভোটাররা কেন্দ্রে বা বাইরে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়েছেন। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশি।

এবারই নতুন পৌরসভায় প্রথম ভোট হচ্ছে ইভিএম এ। নারী ভোটারদের উপস্থিতি বেশি বলে জানান প্রিসাইডিং অফিসার মো. নজরুল ইসলাম।

নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে শহরে ও কেন্দ্রগুলোতে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোট প্রদান করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অভিযোগ ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এবারই প্রথম ভাণ্ডারিয়ার সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। ভাণ্ডারিয়া পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাণ্ডারিয় পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

পৌরসভার ৯টি কেন্দ্রের ৬৮টি কক্ষে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন। এ ছাড়া র‍্যাব, বিজিবি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা।

এ দিকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালীর দুমকি উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

উপজেলার দুই ইউনিয়নে ১৮টি ভোট কেন্দ্রে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি, র‌্যাবের টিম এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।

দুমকি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, প্রতিটি কেন্দ্রে সাত জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এবং ১৮ জন প্রিজাইডিং, ৯৬ জন সহকারী প্রিজাইডিং ও ১৯২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে। ব্যালট পেপারে সিল মারার পদ্ধতিতে এই দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, এ নির্বাচনে দুই নম্বর লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী আর পাঁচ নম্বর শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে ২৮ হাজার ৫১৫ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে লেবুখালী ইউনিয়নে ১১ হাজার ৮১০ ও শ্রীরামপুর ইউনিয়নে ১৬ হাজার ৭০৫ জন।

বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি

Loading


শিরোনাম বিএনএ