16 C
আবহাওয়া
১২:১৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি: কলেজছাত্র গ্রেপ্তার

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি: কলেজছাত্র গ্রেপ্তার

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি: কলেজছাত্র গ্রেপ্তার

বিএনএ,ঢাকা : মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে নড়াইলের লোহাগড়ার কলেজছাত্র আকাশ সাহাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) রাত ১২টার দিকে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের কচি সরদার বাদী হয়ে ১৫ জুলাই রাতেই আকাশ সাহার নামে একটি মামলা করেছেন।

উল্লেখ্য, শুক্রবার (১৫ জুলাই) কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি ওই দিন জুমার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। একই দিন বিকেল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে।

১৫ জুলাই রাতে উচ্ছৃঙ্খল লোকেরা দিঘলিয়ার সাহাপাড়ার চারটি মন্দির ভাঙচুর করেছে। এছাড়া আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পান ব্যবসায়ী গোবিন্দ সাহার বসতঘর। দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহার বাড়িসহ গৌরচন্দ্র সাহা, ডা. স্বপন সাহা, গৌতম ভবেশ, নিরঞ্জন লস্করসহ কমপক্ষে ২০ জনের বাড়ি ভাঙচুর করে তারা। এসময় হামলাকারীরা ঘরের ভিতরে ঢুকে আসবাপত্র ভাঙচুর, নগদ টাকাসহ স্বর্ণাংলকার লুট করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিক্ষুব্ধ জনতা দিঘলিয়া বাজারের অশোক স্টোর, অনুপম ফার্মেসি, তারাপদ মিস্টান্ন ভাণ্ডার, নিত্য দুলাল স্টোরসহ কমপক্ষে ১৫টি দোকান ভাঙচুর করেছে।

নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তজা শনিবার (১৬ জুলাই) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারি সহায়তায় রোববার (১৭ জুলাই) থেকে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি-দোকানপাঠ ও মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে।

এর আগে শনিবার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নড়াইল এক্সপ্রেস খ্যাত ক্রিকেটার মাশরাফি লেখেন ‘গতকাল আমাদের এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে, যা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং প্রতিটি মুহূর্তে পোড়াচ্ছে।সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট হয়, এমন কাজ করা থেকে দয়া করে বিরত থাকুন।’

এরপর মাশরাফি লেখেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ফাঁদে পড়ে নড়াইলের হাজার বছরের ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনকে একনিমেষে ম্লান করে দেবেন না। ছেলেবেলা থেকে যে নড়াইলকে দেখে এসেছি, যে নড়াইলকে নিয়ে আমরা গর্ব করি, সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে আমি মেলাতে পারছি না।’

ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আজীবন শান্তি ও সম্প্রীতির দূত ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। অজ্ঞতা থেকে হোক কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে, কেউ যদি মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কেউ যদি সত্যিই এমনটি করে থাকে, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিচার হবে।’

মাশরাফি আরও লেখেন, ‘দেশে আইন আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। কোনো পরিস্থিতিতেই আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। অভিযোগ যদি সত্যিও হয়, একজনের জন্য গোটা সমাজের নিরপরাধ মানুষদের ওপর অন্যায় করার কোনো অধিকার কারও নেই। কেউ সত্যি অপরাধ করলে তার বিচার আদালত করবেন, তবে আমি-আপনি এ জন্য কাউকে কোনো শাস্তি দিতে পারি না।

‘আমরা নিজেরা এভাবে বিভক্ত হয়ে পড়ব, আমি এটা কখনোই ভাবতে পারি না। এই নড়াইলকে তো আমি চিনি না! এক দিকে নবীর কটূক্তির কথা শুনে ধর্মপ্রাণ মুসলমানের বুকে কষ্ট, অপর দিকে আমার ঘরপোড়া সনাতন ধর্মাবলম্বী মায়ের আর্তনাদ। এ রকম নড়াইল গড়ার জন্য আমি আপনাদের সমর্থন চাইনি। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে একের পর এক এমন ঘটনা ঘটিয়ে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির আমার নড়াইলকে এমন কলঙ্কিত করবেন না।’

উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রীতির বাণি নিয়ে এগিয়ে আসতে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান মাশরাফি। বলেন, ‘মসজিদের সম্মানিত ইমামদের আমি অনুরোধ করব, এই দুঃসময়ে আপনারা নিজ নিজ এলাকার মুসল্লিদের শান্তির ধর্ম ইসলামের বাণী বেশি বেশি শোনান। শান্তিপ্রিয় মহামানব হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের কাহিনি শোনান। নবীজির জীবনের আদর্শ, তাঁর মূল্যবান বাণী শোনান। সনাতন ধর্মাবলম্বী সম্মানিত পুরোহিতদেরও অনুরোধ করব, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী তরুণ প্রজন্মসহ সবার মাঝে ছড়িয়ে দিন।’

গতকালের ঘটনা শোনামাত্র তিনি স্থানীয় পুলিশ ও প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছিলেন বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘তাৎক্ষণিক নড়াইলের পুলিশ সুপার, ডিআইজি মহোদয়, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আমার স্থানীয় নেতা-কর্মীদেরও ঘটনাস্থলে দ্রুত পাঠিয়েছি, তারা যেন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়। খুলনা থেকে র‌্যাব পাঠানো হয়েছে। এত কিছুর পরও ভীষণ দুঃখজনক কিছু ঘটনা ঘটে গেছে।’

সবশেষে তিনি লেখেন, ‘এই দেশ আমাদের, এই মাটি আমাদের। এই মাটি যেন কারও জন্য অনিরাপদ না হয়, ’৭১-এর মতো বুক পেতে সবাইকে আগলে রাখতে হবে আমাদের; একমুহূর্তও সেই আদর্শ আমাদের ভুলে গেলে চলবে না।’

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ