30 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে কনসার্টে গুলি : নিহত ২, আহত ১৪

যুক্তরাষ্ট্রে কনসার্টে গুলি : নিহত ২, আহত ১৪


বিএনএ, বিশ্বডেস্ক : আমেরিকার টেক্সাসের একটি পার্কে আয়োজিত কনসার্টে এক বন্দুকবাজের হামলায় ২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার গভীর রাতে রাউন্ড রকের ওল্ড সেটেলার্স পার্কে দাস প্রথার অবসান উপলক্ষে বার্ষিক উৎসব উদযাপনের সময় এ হামলার ঘটনা ঘটে।

রাউন্ড রকের পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাছাড়া ১৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারে অনুসন্ধান চলছে। প্রত্যক্ষদর্শীরা তাকে একজন ছিপছিপে গড়নের কালো মানুষ হিসেবে বর্ণনা করেছে।

সন্দেহভাজন ওই হামলাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য বা তার খোঁজ দেওয়ার জন্য ৫ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করেছে রাউন্ড রক পুলিশ।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ