31 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কোরবানির মাংস কাটতে গিয়ে আহত ১৫০ জন ঢামেকে

কোরবানির মাংস কাটতে গিয়ে আহত ১৫০ জন ঢামেকে


বিএনএ, ঢাকা : রাজধানী ঢাকায় কুরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে দেড় শতাধিক আহত হয়েছেন। আহতের ঘটনাগুলো ঢাকাসহ আশপাশের এলাকার। আর আহতদের মধ্যে বেশিরভাগই মৌসুমি কসাই ও কোরবানি দাতা এবং তাদের স্বজন।

সোমবার (১৭ জুন) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ১৫০ রোগী চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নির্ঝর বিশ্বাস জানান, আহতদের মধ্যে সিংহভাগই কোরবানির মাংস কাটতে গিয়ে হাত, পা কেটে গেছে। এরমধ্যে নুরুল ইসলাম (৬৯) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ মো. মাসুদ জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৪টার মধ্যে ১৫০ জন কোরবানির গরু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত হয়ে তারা চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের সংখ্যা বাড়তে থাকবে। এই আহতদের মধ্যে এই পর্যন্ত মৌসুমি কসাইয়ের সংখ্যা বেশি।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

 

 

Loading


শিরোনাম বিএনএ