37 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » গুগল লেন্স চর্মরোগ শনাক্ত করবে

গুগল লেন্স চর্মরোগ শনাক্ত করবে


বিএনএ, বিশ্বডেস্ক : গুগল লেন্সে নতুন স্কিন কনডিশন রিকগনিশন ফিচার চালু করেছে গুগল। এর মাধ্যমে ত্বকের রোগ শনাক্তকরণের ক্ষেত্রে যে কেউ স্মার্টফোনের সহায়তা নিতে পারবেন।

অ্যান্ড্রয়েড ও আইওসের স্মার্টফোনের জন্য বানানো ইমেজ রিকগনিশন অ্যাপে নতুন এই ফিচার মিলবে।

ধরা যাক, আপনার ত্বকে ফুসকুড়ি দেখা গেছে, স্মার্টফোনের লেন্স এর ওপর ধরলে কিংবা আগে তোলা ছবি গ্যালারি থেকেও সিলেক্ট করে স্কিন কনডিশন রিকগনিশন ফিচার দিয়ে ত্বকের সমস্যা শনাক্ত করতে পারবেন।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, চিত্র শনাক্তকরণ এই প্রযুক্তির ওপর ভিত্তি করে ত্বক সম্পর্কিত কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, আর এটি চর্মরোগ বিশেষজ্ঞের বিকল্পও নয়। তবে এটি আপনাকে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার আগে আপনার ত্বকের সমস্যা আসলে কী প্রভাব ফেলছে, সে সম্পর্কে প্রাথমিক ধারনা পেতে সাহায্য করবে।

এই ফিচারটি ত্বকের অবস্থার কথা মাথায় রেখে ডিজাইন করা হলেও আপনার ঠোটে আঁচড়, মাথার চুল পড়ার মতো সমস্যাও শনাক্ত করতে পারবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ