19 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় গ্রিল কেটে দুই দোকানে চুরি

আনোয়ারায় গ্রিল কেটে দুই দোকানে চুরি

আনোয়ারায় গ্রিল কেটে দুই দোকানে চুরি

বিএনএ, আনোয়ারাঃ চট্টগ্রামের আনোয়ারায় অনিশা জুয়েলার্স ও আই টি জোন নামের দুই দোকানে গ্রিলের তালা কেটে  চুরি করেছে চোর চক্রের সদস্যরা। এসময় তারা দোকানের নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে সদর ইউনিয়নে এই  ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ অনিশা জুয়েলার্স মালিক মনোতোষ বলেন, বৃহস্পতিবার মধ্য রাতে একদল চোর দোকানের ৪ টি তালা কেটে ভেতরে প্রবেশ করে ১০ হাজার টাকার গোল্ড প্লেট চুরি করে নিয়ে যায়।

অপর দোকান আইটি জোনের মালিক মেজবাহ উদ্দীন আরাফাত বলেন, চোরের দল দোকানের তালা কেট ১৬ টি মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে গেছে এতে লাখ টাকার ক্ষতি হয় আমার। এসময় দুটি সিসি ক্যামেরা অচল করে দেয়। তারপরও অন্য একটি ক্যামেরায় ৩ যুবককে দেখা যাচ্ছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান,  চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। এ বিষয়ে  অপরাধীদের ধরতে  পুলিশ কাজ করছে।

বিএনএ/নাবিদ,এমএফ

Loading


শিরোনাম বিএনএ