22 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকায় অধিকাংশ করোনা রোগীর শরীরে ভারতীয় ধরণ

ঢাকায় অধিকাংশ করোনা রোগীর শরীরে ভারতীয় ধরণ

করোনায় আরও ৯ হাজার প্রাণহানি

বিএনএ, ঢাকা : রাজধানীতে শনাক্ত হওয়া করোনা রোগীদের ৬৮ শতাংশই ভারতীয় ধরনে আক্রান্ত হচ্ছেন বলে এক গবেষণায় উঠে এসেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা সংস্থা আইসিডিডিআরবি’র গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। সারা দেশে করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই সংস্থাটি এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করলো।

আইসিডিডিআরবি’র একটি সূত্র জানায়, গত মে মাসের শেষ সপ্তাহ ও জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে সংগ্রহ করা করোনা ভাইরাসের ৬০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। এতে দেখা গেছে, নমুনার ৬৮ শতাংশই ভারতীয় ধরন।

এখনো আনুষ্ঠানিকভাবে গবেষণার বিষয়টি প্রকাশ করেনি আইসিডিডিআরবি। তবে সংস্থাটির পক্ষে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি বলেছে, গবেষণা প্রতিবেদনটি সংস্থার নিয়ম অনুযায়ী প্রকাশ করা হবে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৪০ জনের। বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ