18 C
আবহাওয়া
১২:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে পুলিশ ছাত্রদল সংঘর্ষে ওসিসহ আহত ১০

ময়মনসিংহে পুলিশ ছাত্রদল সংঘর্ষে ওসিসহ আহত ১০

ময়মনসিংহে পুলিশ ছাত্রদল সংঘর্ষে ওসিসহ আহত ১০

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের শহরতলী এলাকায় ছাত্রদলের আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় ৮ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ী দাখিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কোতুয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন, ওসি ওপারেশন ওয়াজেদ আলী, পুলিশ সদস্য চাঁন মিয়াসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর সার্কেল এএসপি আলাউদ্দিন।

তিনি বলেন, দক্ষিন চরকালী বাড়ী দাখিল মাদ্রাসা এলাকায় কোভিড নিষেধাজ্ঞা ভঙ্গ করে ছাত্রদল সমাবেশ করছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বিনা উসকানিতে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেন । এসময় বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় ৮ জনকে আটক  করেছে পুলিশ।

এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম রুমন বলেন, ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বাকৃবি ছাত্রদলের উদ্যোগে দক্ষিণ চরকালিবাড়ি এলাকার একটি মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে। মহানগরের বাইরে অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি ছিল। কিন্তু পুলিশ বিনা উসকানিতে সভায় হামলা করে সভা পন্ড করে দেয় এবং নেতাকর্মীদের উপর গুলি বর্ষন করে ব্যাপক লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ থেকে ৩০ জন।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ