বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা সরাইপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহের পাশে একটি মদের বোতল আর একটি ফোন পাওয়া গেছে। পুলিশ বলছে, মদ্যপান করে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তাদের প্রাথমিক ধারণা।
শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে সরাইপাড়া লোহারপুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের বলে মনে হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে অতিরিক্ত মদ্যপান করার কারণে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিএনএনিউজ/ নাবিদ