বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ নেতা সঞ্জয় ভঞ্জকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত ৯টায় নগরীর একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সঞ্জয় ভঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন । তিনি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম এলাকার মৃত উত্তম ভঞ্জের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সঞ্জয় ভঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/ এএন