বিএনএ, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ঝড়ের কবলে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৭ মে) দুপুরে হাদির টিলা সংলগ্ন কর্ণফুলী নদীতে নিখোঁজ হয় বলে জানা যায়।
নিখোঁজ যুবকের নাম সিরাজুল আরেফিন আকিব (২২)। সে কাপ্তাই পিডিরির কর্মচারী শহীদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আকিব এবং তার তিন বন্ধু কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদির টিলা সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এ সময় তিন বন্ধু নদীর তীরে আসতে পারলেও আকিব নদীর পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে কাপ্তাই ইউএনও, ফায়ার সার্ভিস এবং নৌ ডুবুরীদলকে জানানো হয়েছে। এখন নিখোঁজ আকিবকে উদ্ধারে ফায়ার বিগ্রেড ও নৌ-বাহিনীর ডুবুরী দলের সদস্যরা কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শাহীনুর রহমান জানান, খবর পেয়ে আমাদের টিম উদ্ধারে যায়। আকিবকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।
Total Viewed and Shared : 1156