বিএনএ, ঢাকা: রাজধানীর শ্যামপুরে হাত থেকে পড়ে যাওয়া ২০ টাকার নোট কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লুৎফর রহমান লিসান (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ৭টার দিকে জুরাইন বালুর মাঠ এলাকার জামিয়া এছাকিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লিসানকে হাসপাতালে নিয়ে আসা ইয়াসিন আরাফাত জানান, লিসান ওই মাদরাসায় হেফজোতে পড়াশোনা করেন। সকালে তিনি মাদরাসার পঞ্চম তলা ভবনের তৃতীয় তলার বেলকনিতে দাঁড়িয়ে ছিলেন। তখন হঠাৎ তার হাত থেকে ২০ টাকার একটি নোট ওই ভবনের দ্বিতীয় তলার টিনের চালের ওপর পড়ে যায়। নোটটি আনতে গিয়ে টিনের চালে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লিসান শরীয়তপুরের জাজিরা উপজেলার মো. মুজিবর হাওলাদারের ছেলে। বর্তমানে কদমতলী পূর্ব জুরাইনের একটি বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/বিএম