26 C
আবহাওয়া
১২:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরের ২৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

গাজীপুরের ২৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

বিএনপি লোগো

বিএনএ, ঢাকা : দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপির ২৯ জনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দলটির পক্ষ থেকে ওই প্রার্থীদের আলাদা করে বহিষ্কারের চিঠি পাঠানো হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে বলা হয়েছে,আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি করপোরেশনের প্রহসনের নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনাকে গত ১১ মে তারিখে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও কারণ দর্শানো নোটিশের জবাব না দেয়ার তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন যারা

(১) হাসান আজমল ভূঁইয়া, আহ্বায়ক, সদর মেট্রো থানা যুবদল (২৮ নম্বর ওয়ার্ড)

(২) হান্নান মিয়া হান্নু, সাবেক আহ্বায়ক, সদর মেট্রো থানা বিএনপি (২৬ নম্বর ওয়ার্ড)

(৩) মোছলেম উদ্দিন মুসা চৌধুরী, সাধারণ সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি (১৭ নম্বর ওয়ার্ড)

(৪) সফিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি (৩৭ নম্বর ওয়ার্ড)

(৫) ফয়সাল সরকার, আহ্বায়ক, গাজীপুর মহানগর শ্রমিকদল (১৭ নম্বর ওয়ার্ড)

(৬) এ্যাড. নজরুল ইসলাম বিকি, সদস্য সচিব, পূবাইল মেট্রো থানা বিএনপি (৪০ নম্বর ওয়ার্ড)

(৭) সুলতান উদ্দিন চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক, পূবাইল মেট্রো থানা বিএনপি (৪২ নম্বর ওয়ার্ড)

(৮) মজিবর সরকার, সভাপতি, সদর মেট্রো থানা বিএনপি (২৫ নম্বর ওয়ার্ড)

(৯) মাহবুবুর রশিদ খান শিপু, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২৪ নম্বর ওয়ার্ড)

(১০) সবদের আহাম্মদ, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২২ নম্বর ওয়ার্ড)

(১১) খায়রুল আলম, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২৯ নং ওয়ার্ড)

(১২) জি এস মনির, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২৯ নম্বর ওয়ার্ড)

(১৩) শহিদ, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২১ নং ওয়ার্ড)

(১৪) মোঃ তানভির আহমেদ, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (১৯ নম্বর ওয়ার্ড)

(১৫) শাহিন আলম, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (১৯ নম্বর ওয়ার্ড)

(১৬) আনোয়ার সরকার, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (৩০ নম্বর ওয়ার্ড)

(১৭) রফিকুল ইসলাম রাতা, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (১৬ নম্বর ওয়ার্ড)

(১৮) আবুল হাশেম, সদস্য, গাজীপুর মহানগর বিএনপি (৫৫ নম্বর ওয়ার্ড)

(১৯) সেলিম হোসেন, সদস্য, টঙ্গী পশ্চিম থানা বিএনপি (৫৫ নম্বর ওয়ার্ড)

(২০) মোঃ ফারুক হোসেন খান, সাবেক সদস্য, গাজীপুর মহানগর বিএনপি (৩৫ নম্বর ওয়ার্ড)

(২১) খন্দকার নুরুন্নাহার, সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর মহানগর মহিলাদল (২৫,২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড)

(২২) কেয়া শারমিন, সহ-সভাপতি, গাজীপুর মহানগর মহিলা দল (৫২,৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড)

(২৩) ফিরোজা বেগম, সদস্য, গাজীপুর মহানগর মহিলা দল, (৪৬,৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড)

(২৪) হাসিনা মমতাজ, সিনিয়র সহ-সভাপতি, টঙ্গী পূর্ব থানা মহিলা দল (৪৬,৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড)

(২৫) অ্যাডভোকেট আলম, সাবেক সভাপতি ১১ নম্বর (১১ নম্বর ওয়ার্ড)

(২৬) আউয়াল সরকার, সভাপতি, ৩৭ নম্বচর ওয়ার্ড বিএনপি (৩৭ নম্বর ওয়ার্ড)

(২৭) মো: মাহফুজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক, গাছা থানা বিএনপি (৩৪ নম্বর ওয়ার্ড)

(২৮) মোবারক হোসেন মিলন, যুব বিষয়ক সম্পাদক, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি (৪৯ নম্বর ওয়ার্ড)

(২৯) ইঞ্জি, মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা যুবদল (৫১ নম্বর ওয়ার্ড)।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ