22 C
আবহাওয়া
১২:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » কিয়েভে ড্রোন ও মিসাইল হামলা

কিয়েভে ড্রোন ও মিসাইল হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১৬ মে) ভোরে এ হামলা ঘটনা ঘটে। রাশিয়ার ছোড়া ১৮টি মিসাইলই গুলি করে মাটিতে নামানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাজধানী কিয়েভ লক্ষ্য করে সবশেষ এই আক্রমণ এমাসেই রাশিয়ার অষ্টম হামলা।

রুশ এ হামলাকে ইউক্রেনীয় কর্মকর্তারা “নজিরবিহীন ব্যাপক” আক্রমণ বলে বর্ণনা করেছেন।

ইউক্রেন বলছে এসময় তারা রাশিয়ার ছ’টি সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে।

রাশিয়ার এই “কিনঝাল” হাইপারসনিক মিসাইল শব্দের চেয়েও পাঁচ গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন যে এসব মিসাইল অপ্রতিরোধ্য।

ইউক্রেনের সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে এসব মিসাইল কিভাবে ধ্বংস করা হয়েছে সেবিষয়ে কিছু বলা হয়নি। তবে তারা দাবি করছে যে এতে ইউক্রেনীয় বিমান বাহিনী “অবিশ্বাস্য সাফল্য” অর্জন করেছে।

এর আগেও রাশিয়া তাদের কিনঝাল ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল। যুক্তরাষ্ট্রের দেওয়া বিমান প্রতিরোধী ব্যবস্থা প্যাট্রিয়ট দিয়ে সেই হামলা প্রতিহত করা হয়।

যুক্তরাষ্ট্র গত এপ্রিল মাসে ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট সরবরাহ করেছে।

ইউক্রেন থেকে পাওয়া খবরে বলা হচ্ছে মঙ্গলবার ভোরে চালানো এসব হামলায় অন্তত তিনজন আহত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ