বিএনএ ডেস্ক: বিদ্যমান অর্থ পাচার আইন অনুযায়ী পি কে হালদারকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সহজ হবে। এমন কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলন-২০২২ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ভারতে অপরাধ থাকলেও পি কে হালদার মূল অপরাধ বাংলাদেশে। ভারতে করা অপরাধের বিচারের আগেই পি কে হালদারকে দেশে ফেরানোর আবেদন করবে বাংলাদেশ।
দেশ থেকে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আছে পি কে হালদারের বিরুদ্ধে। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে সব অভিযোগ অস্বীকার করেছেন পি কে হালদার। পাশাপাশি দেশে ফিরে আসার বিষয়েও আবেদন করেন পি কে হালদার।
বিএনএ/এ আর