স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার ৩৭তম ম্যাচে সেল্টা ভিগোর কাছে হেরে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গেছে বার্সেলোনা। ঘরের মাঠে রোববার তারা সেল্টা ভিগোকে হারাতে পারলে এবং রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট হারালে সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু একদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে বার্সার নাগালের বাইরে চলে গেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদও জিতে শিরোপার জয়ের দৌড়ে টিকে আছে। হেরে কেবল বার্সেলোনারই স্বপ্ন শেষ হয়ে গেল।
৩৭ ম্যাচ শেষে কাতালানদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ৮৩ পয়েন্ট। বার্সেলোনা পিছিয়ে গেছে ৭ পয়েন্টে। আর দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৮১ পয়েন্ট। ঘরের মাঠে ম্যাচের ২৮ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সা। সার্জিও বুস্টকেটসের পাস থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন তারকা। এর মধ্য দিয়ে নবমবারের মতো লিগে ৩০ গোল করার মাইলফলক স্পর্শ করেন মেসি।
তবে ১০ মিনিটের মাথায় (৩৮ মি.) স্যান্টি মিনার গোলে সমতা ফেরায় সেল্টা। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর ৮৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। এ সময় ক্লেমেন্ট ল্যাংলেট দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। আর ৮৯ মিনিটে মিনা তার দ্বিতীয় গোল করে বার্সেলোনার বিপক্ষে স্বরণীয় এক জয় উপহার দেন দলকে।
বিএনএনিউজ২৪/এমএইচ