।। বাবর মুনাফ ।।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে কমেডি পার্টি আখ্যা দিয়েছেন নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লিখেন, ‘আমার মাঝে মাঝে মনে হয় এনসিপির নীতি-নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা- যার মাধ্যমে এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপে পরিণত হয়।’
তিনি আরও লিখেন, ‘এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে, সেই দাবি নিয়ে কয়েকদিন হাউকাউ করে, তারপরে সেই দাবি হাস্যকরভাবে ফেইল করে। এইরকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এতো দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগে।’
২০২২ সালের ১৬ আগষ্ট ‘আয়নাঘর: ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে দেশে-বিদেশে হৈ-চৈ ফেলে দেয় নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। আওয়ামী লীগ ও শেখ হাসিনার কট্টর সমালোচক এনসপিকে ‘কমেডি’ ও ‘ফটকামি আইডিয়া’র পার্টি হিসাবে আখ্যায়িত করায় রাজনৈতিক অঙ্গনে আবার তোলপাড় শুরু হয়েছে।

বর্তমানে সুইডেনে বসবাসকারি তাসনিম খলিল, বাংলাদেশে থাকাকালীন দ্য ডেইলি স্টার-এ কাজ করতেন ২০০৬–২০০৮ সালের বাংলাদেশে জরুরি অবস্থার সময়, ২০০৭ সালের ১১ মে তিনি গ্রেপ্তার হন এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা অধিদপ্তর-এর হেফাজতে নির্যাতনের শিকার হন।
এদিকে জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার আড়াই মাসের মাথায় হতাশ হয়ে পড়েছে দলটির নেতারা। আহ্বায়ক নাহিদ ইসলামের কথায় তার ঈঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে।
প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে এনসিপি।
১৬ এপ্রিল বুধবার বিকেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় এ বৈঠক হয়। বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে দলের সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা অংশ নেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আধা সরকারি দল খ্যাত জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য পর্যাপ্ত সময় দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করা সত্বেও সংস্কার ও আওয়ামী লীগের বিচারের ইস্যু সামনে নিয়ে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বিএনএনিউজ টুয়েন্টি ফোর/ শাম্মী