বিএনএ,কক্সবাজার: কক্সবাজারে র্পূব শত্রুতার জেরে সহিংস হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার(১৬ এপ্রিল) রাত আটটার দিকে জেলার চকরিয়ার মানিকপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার মানিকপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ সেলিম (৪৪) এবং একই এলাকার সালামের ছেলে মোহাম্মদ শফি (৪৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকপুর এক নম্বর ওয়ার্ডের মেম্বার জাহেদুল ইসলামের সঙ্গে নিহত সেলিমের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার রাতে নবীন ক্লাবের সামনে সেলিমের ওপর হামলা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে শফিককেও কুপিয়ে জখম করা হয়।
এলাকাবাসী ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় আহত দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন এবং শফিককে চট্টগ্রামে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আনার সময় পথেই তার মৃত্যু হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/ রেহানা/এইচ.এম।