32 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - আগস্ট ২৯, ২০২৫
Bnanews24.com
Home » সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সোহেল রানাকে

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সোহেল রানাকে


বিএনএ, ঢাকা: চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা দীর্ঘদিন ধরেই অসুস্থ সোহেল রানা। ভুগছেন চোখের জটিলতায়। তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে আবারো সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

সোমবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন গুণী এই অভিনেতা। সোহেল রানার সঙ্গে যাবেন তার ছেলেন মাশরুর পারভেজ।

তিনি বলেন, বাবা অনেকদিন ধরেই অসুস্থ। সঙ্গে চোখের কিছু জটিলতাও আছে। এর আগে, বাবার চোখের চিকিৎসা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হয়েছে। নিয়মিত চেকআপের জন্যই বাবাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

মাশরুর পারভেজ জানান, সব মিলিয়ে ১০ দিন সিঙ্গাপুরে থাকবেন সোহেল রানা। নিয়মিত চেকআপ শেষে চলতি মাসেই দেশে ফিরবেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষি নজরুল ইসলাম।

১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ