32 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান


বিএনএ, ঢাকা: ফিফার নিষেধাজ্ঞা পাওয়া আবু নাইম সোহাগের আর্থিক অনিয়মের তদন্ত করতে ৭ সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। তিন মাসের জন্য বাফুফের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার। এর আগে তুষার বাফুফের চিফ প্রটোকল ম্যানেজার ছিলেন।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে বাফুফে ভবনে এক জরুরি বৈঠকে বসেছিল ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা। সভায় সদস্যদের সম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ইমরানকে নিযুক্ত করেছে বাফুফে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বকাল প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘তাকে ৩ মাসের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। এই দায়িত্ব অনাধিক ৬ মাসের জন্য।’

বাফুফে পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদকের জন্য বিজ্ঞপ্তি প্রদান করবে, ‘আমরা মাস তিনেক পর পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ সম্পাদক নিয়োগ প্রক্রিয়ায় যাব। এর আগ পর্যন্ত ইমরান কাজ চালিয়ে যাবে।’

গত শুক্রবার (১৪ এপ্রিল) আবু নাঈম সোহাগের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি প্রায় ১২ লাখ টাকা জরিমানা করে ফিফা।

ফিফা দীর্ঘ ২ বছর অনুসন্ধানের পর ৫০ পাতার একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে মোটাদাগে চার ধারার অধীনে মোট ৩০৬টি পয়েন্টে অভিযোগের বর্ণনা দিয়ে সত্যতার প্রমাণের কথা বলা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ