16 C
আবহাওয়া
১২:১৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন  দক্ষিণ পাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জামাল মিয়া (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। রোববার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ডেলপাড়া সেকান্দার মিয়ার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।জামাল মিয়া বরগুনা জেলার পাথরঘাটার মোক্তার হাওলাদারের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নির্মাণকাজ করার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে জামাল মিয়া গুরুতর আহত হন।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তাররা্ মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ