বিএনএ, ক্রীড়াডেস্ক : সম্প্রতি পাকিস্তানে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য প্রথমবারের মতো মাতৃত্বকালীন ছুটি চালু হয়েছে। আর এ নিয়মানুযায়ী প্রথমবারের মতো পাকিস্তানের এক ক্রিকেটার বিসমাহ মারুফ মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই এই সুখবরটি জানিয়েছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডর পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে এতদিন মেয়েদের জন্য কোনো মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা ছিল না। নতুন করে এই সুবিধা যুক্ত হচ্ছে। মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় তিনি প্রতিমাসের বেতন নিয়মিত পাবেন।পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮টি ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে রান করেছেন ২ হাজার ৬০২।
বিএনএ/ওজি