15 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ১৫হাজার পিচ ইয়াবাসহ আটক ৩

লোহাগাড়ায় ১৫হাজার পিচ ইয়াবাসহ আটক ৩

লোহাগাড়ায় ১৫হাজার পিচ ইয়াবাসহ আটক ৩

বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৩মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।শুক্রবার(১৬ এপ্রিল) রাতে এ অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি মিনিট্রাক ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতরা হল বরিশাল গৌরনদী এলাকার মৃত বাদশা সরকারের পুত্র সুজন সরকার(৩০), পটুয়াখালী ধুমকি এলাকার
মালেক সিকদারের পুত্র নিজাম সিকদার (৩৭) ও কক্সবাজার নাপিতখালীর পুত্র জাফর আলমের পুত্র রিয়াজ উদ্দিন(২২)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে প ুলিশ অভিযান চালায়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মিনিট্রাকে তল্লাশি চালিয়ে সুজন সরকার ও নিজাম সিকদারের কাছ থেকে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া একই স্পটে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে রিয়াজ উদ্দিনের কাছ থেকে ৫হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং শনিবার(১৭ এপ্রিল) সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ