20 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আক্রান্ত রোগীর আত্মহত্যা!

করোনা আক্রান্ত রোগীর আত্মহত্যা!

যৌতুকের টাকা জোগাড় না হওয়ায় প্রতিবন্ধী বাবার আত্মহত্যা

বি এন এ , ঢা‌মেক হাসপাতাল  প্রতি‌নি‌ধি : রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে একজন করোনা আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম হাসিব ইকবাল (৫০)।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে করোনা আক্রান্ত কারনেই তিনি আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, হাসিব ইকবাল ওই হাসপাতালের ১১তলায় করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
প্রাথমিকভাবে জানতে পেরেছি ১১তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মুগদা হাসপাতালের পরিচালক ডা. অশিন কুমার নাথ বলেন, ওই রোগী হাসপাতালে ১১তলার ১১০৬ নম্বর কেবিনে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। এখন সেই রোগী বেলকনি থেকে পড়ে মারা গেছেন নাকি অন্য কিছু তা এখনো জানা যায়নি। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা তদন্ত করে বিষয়টি বের করবে।

বি এনএ, আহা

Loading


শিরোনাম বিএনএ