15 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় অভিজিৎ দাশ (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভিজিৎ চট্টগ্রামের ফটিকছড়ি থানার রৌশানগিরি এলাকার অঞ্জন দাশের ছেলে। আহতরা হলেন- শাহেদুল ইসলাম (২৮) ও শান্তনু বিশ্বাস (২৯)

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ।

তিনি জানান, রাতে মহাসড়কে কদমরসুল এলাকায় চট্টগ্রামমুখী ওই মোটরসাইকেলটিকে বেপরোয়া গতিতে আসা একইমুখী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে বসা আরোহী অভিজিৎ দাশের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক শান্তনু বিশ্বাস ও তার পেছনে থাকা আরোহী শাহেদুল ইসলাম।

তিনি আরও জানান, অজ্ঞাত গাড়ির চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ