30 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » ছিনতাই হওয়া জাহাজ ‘এমভি রুয়েন’ থেকে ১৭ নাবিককে উদ্ধার

ছিনতাই হওয়া জাহাজ ‘এমভি রুয়েন’ থেকে ১৭ নাবিককে উদ্ধার

মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে

বিশ্ব ডেস্ক: ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ ‘এমভি রুয়েন’ থেকে ১৭ নাবিককে উদ্ধার করেছে। এ সময় ৩৫ জলদস্যু আত্মসমর্পণও করেছে।

শনিবার(১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

YouTube player

খবরে বলা হয়েছে, ৪০ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা এমভি রুয়েনের মাধ্যমে ভারত মহাসাগরে জলদস্যুদের আরও  ছিনতাইচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এটি ভারতীয় উপকূল থেকে ২ হাজার ৬০০ কিলোমিটার দূরে নোঙর করা ছিল।

‘এমভি রুয়েন’ এ আশ্রয় নেয়া সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশের এসআর শিপিংয়ের জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করেছিল। মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবার সময় ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়।

এরআগে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছিল, চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী যে কার্গো জাহাজ ছিনতাই করা হয়েছে, তার জন্য এ জাহাজটিকে জলদস্যুরা ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল।

এই অভিযানে মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে থাকা ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। এই জাহাজটি গত ডিসেম্বরে ছিনতাই করে সোমালি জলদস্যুরা।

এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ