17 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রান্নাঘ‌রে মিলল ৫০ লিটার চোলাই মদ

রান্নাঘ‌রে মিলল ৫০ লিটার চোলাই মদ


বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ের ওয়া‌হেদপুর ইউনিয়‌নের ওমর ফরু‌কের রান্না ঘ‌র থেকে উদ্ধার হলো ৫০ লিটার চোলাই মদ। বৃহস্প‌তিবার (১৬ মার্চ) সকা‌লে উপ‌জেলার ওয়া‌হেদপুর ইউনিয়‌নের মধ‌্যম ওয়াহেদপুর সাকিনের খোনার গ্রামে অভিয়ানে যায় পুলিশ।

আটককৃত ওমর ফারুক ( ৩৭) ওই এলাকার মৃত কামরুল ইসলা‌মের ছেলে।

নিজামপুর পু‌লিশ ফাঁ‌ড়ির এসআই মাসুদ রানা জ‌ানান,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ  ওমর ফারুক‌কে আটক করা হয়েছে।  আটককৃত চোলাই ম‌দের মূল‌্য প্রায়  ২৫ হ‌াজার টাকা।

আটককৃত আসামির বিরু‌দ্ধে মিরসরাই থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন মিরসরাই/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ