নিউজিল্যান্ডে চলমান আইসিসি ওমেন্স ওর্য়াল্ডকাপ ২০২২(ICC Women’s Cricket World Cup 2022)এর ১৭তম ম্যাচে শুক্রবার(১৮মার্চ) ভোর ৪টায় বাংলাদেশ নারী দল ওয়েস্টইন্ডিজ নারী দলের মোকাবেলা করবে। খেলাটি হবে Bay Oval, Mount Maunganuiতে।

সর্বশেষ ওডিআইতে বাংলাদেশ নারী দল পাকিস্তানের বিরুদ্ধে ৯ রানে জয় পায়। এর আগে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে, থাইল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে। তাছাড়া থাইল্যান্ডের বিরুদ্ধে একবার ২৬৯ রানে এবং পাকিস্তানের বিরুদ্ধে ৩উইকেটে জয় পেয়েছে।
ওয়েস্টইন্ডিজ— সর্বশেষ ৫টি ওডিআইয়ের মধ্যে ৩টিতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয় এবং
অস্ট্রেলিয়া ও ভারতের কাছে পরাজিত হয়েছে। BANGLADESH V WEST INDIES
https://www.cricketworldcup.com/video/2538729
বিএনএনিউজ২৪,এসজিএন