বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারও নেই: কাদের
29.1 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - মার্চ ১৪, ২০২৫
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারও নেই: কাদের

বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারও নেই: কাদের

কাদের

বিএনএ ডেস্ক, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ বঙ্গবন্ধুর শুভ জন্মদিন। মহাবীর। জন্মদিনে তোমাকে স্যালুট। মহাকালের চলিষ্ণু অঙ্গুলী ইতিহাসে যার নাম অবিরাম লিখে যায়, তার নাম মুছে ফেলার সাধ্য কারও নেই। মহাবীর জন্মদিনে তোমাকে অভিবাদন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যতদিন চন্দ্র-সূর্য উদয় হবে, যতদিন পাখির কলকাকলি থাকবে ততদিন অমর হয়ে থাকবেন বঙ্গবন্ধু।

এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

উল্লেখ্য, ১৭ মার্চ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Total Viewed and Shared : 1 67 , 67 views and shared


শিরোনাম বিএনএ