21 C
আবহাওয়া
১০:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সাড়ে ৩২ লাখ টাকার ইয়াবাসহ র‌্যাবের জালে দুই মাদক কারবারি

সাড়ে ৩২ লাখ টাকার ইয়াবাসহ র‌্যাবের জালে দুই মাদক কারবারি

সাড়ে ৩২ লাখ টাকার ইয়াবাসহ র‌্যাবের জালে দুই মাদক কারবারি

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৩২ লাখ ৫৫ হাজার টাকার ১০ হাজার ৮৫০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার  (১৬ মার্চ ) রাতে পটিয়া থানার বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড থানার দক্ষিন সলিমপুর এলাকার মৃত আব্দুল হাদীর ছেলে মো. শাহজাহান মিয়া (৪২) এবং গণা এলাকার ছাইদুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩)।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানিয়েছেন, রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট-১১-৫৭৯০) আটক করা হয়। ওই ট্রাকে তল্লাশী চালিয়ে ট্রাকের সাথে সংযুক্ত একটি অতিরিক্ত হাওয়ার সিলিন্ডারের ভিতরে সু-কৌশলে রক্ষিত অবস্থায় ১০ হাজার ৮৫০ ইয়াবা বড়ি উদ্ধার করে র‌্যাব।

এ সময় গাড়ির চালক শাহ জাহান ও সহকারী সাইফুলকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক দাম ৩২ লাখ ৫৫ হাজার টাকা। মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ