26 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে জামায়াত আমিরের পদত্যাগপত্র প্রত্যাখ্যান

পাকিস্তানে জামায়াত আমিরের পদত্যাগপত্র প্রত্যাখ্যান


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তান জামায়াতের আমির সিরাজুল হকের পদত্যাগপত্র প্রত্যাখ্যান করা হয়েছে। শনিবার(১৭ ফেব্রুয়ারী ) দলের মজলিশে শূরার বৈঠকে সাধারণ নির্বাচনে জামায়াতের ব্যর্থতা থেকে তাকে দায়মুক্তি দিয়ে তার পদত্যাগপত্র ফিরিয়ে দেয়া হয়।

সিরাজুল হকের প্রতি ‘পূর্ণ আস্থা’ জ্ঞাপন করে জামায়াতে ইসলামি পাকিস্তানের মুখপাত্র কায়সার শরিফ বলেন, পরামর্শক সভা পদত্যাগপত্র খারিজ করে দিয়েছে।

তিনি বলেন, সিরাজুল হকের কারণে নির্বাচনে জামায়াতে ইসলামি খারাপ ফলাফল করেছে, তা নয়। বরং জামায়াত খারাপ ফলাফল করেছে জালিয়াতির কারণে। তিনি আরো বলেন, জামায়াত ৮ ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জামায়াত জাতীয় পরিষদে কোনো আসন পায়নি। এরপরপরই সিরাজুল হক ১২ ফেব্রুয়ারি আমিরে জামায়াত পদ থেকে পদত্যাগ করেন। জামায়াতে ইসলামি পাকিস্তান কেন্দ্রীয় পার্লামেন্টে কোনো আসন না পেলেও প্রাদেশিক পর্যায়ে পাঁচটি আসন পেয়েছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ