25 C
আবহাওয়া
৫:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » উখিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দুর্ঘটনা

বিএনএ, কক্সবাজার:কক্সবাজারের উখিয়ার কোটবাজার-সোনাপাড়া সড়কে একটি নোয়া-হায়েস মাইক্রোবাসের চাপায় রায়হান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহত শিশু রায়হান উখিয়ার সোনাইছড়ি এলাকার আবদুর রহিমের ছেলে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ওই সড়কের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

ওসি শামীম জানিয়েছেন, শিশুটি পাশে থাকা একটি দোকানে যাওয়ার সময় একটি নোয়া-হায়েস মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করে । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ