25 C
আবহাওয়া
৭:৩০ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » এসএ টিভিতে শুরু হচ্ছে ব্যাংকার্স ভয়েস এর অন ইয়ার

এসএ টিভিতে শুরু হচ্ছে ব্যাংকার্স ভয়েস এর অন ইয়ার


বিএনএ, বিনোদন ডেস্ক : ব্যাংকিং খাতে কর্মরতদের নিয়ে সবচেয়ে বড় রিয়েলেটি শো ব্যাংকার্স ভয়েস তৃতীয় প্রজন্মের স্যাটেলাইট টেলিভিশন এস এ টিভিতে আগামী শুক্রবার রাত নয়টায় প্রচারিত হবে।

কিংবদন্তি মিডিয়ার আয়োজনে গতকয়েক মাস ধরে এই রিয়েলিটি শোর অডিশন রাউন্ডের শুটিং চলছিল।

সারা বাংলাদেশ থেকে ব্যাংকের কর্মরত কর্মকর্তাদের রেজিষ্ট্রেশন এর মাধ্যমে অংশগ্রহণে ব্যাংকার্স ভয়েস শুটিং শুরু করে কিংবদন্তি মিডিয়া টিম। প্রাথমিক অডিশন রাউন্ডে প্রায় ২১০ জন দ্বিতীয় বাছাই রাউন্ডের জন্য নির্বাচিত হন।দ্বিতীয় বাছাই রাউন্ড শুরু হয় এস এ টিভির স্টুডিওতে।এখান থেকে ৮৫ জনকে নিয়ে শুরু হবে গ্লার রাউন্ড।

ব্যাংকার্স ভয়েস রিয়েলিটি শো প্রচার হবে এস এ টিভিতে প্রতি শুক্রবার ও শনিবার রাত ৯টায়,পূন প্রচার হবে শনিবার বিকেল সাড়ে তিনটায় ও রবিবার সকাল সাড়ে তিনটায়।

বিএনএনিউজ/রিপন রহমান খাঁন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ