25 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৭, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা নিহত

বিএনএ, ঢাকা : রাজধানী মোহাম্মদপুরে আসাদগেট এলাকা ট্রাকের ধাক্কায় মো. আদম আলী (৫৫) নামে এক  ব্যবসায়ী ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় একই পরিবারের আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) দিবাগত  রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় । সেখানে তার অবস্থা অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত সাড়ে চারটার দিকে তিনি মারা যান।

নিহত মো. আদম আলী পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। তার তিন মেয়ে, দুই ছেলে।

নিহতের ভাতিজা মো. মাসুম জানান, আমার চাচা পেশায় একজন কাপড় ব্যবসায়ী। রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে তার ছেলে শাকিরকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আসেন। সিএনজি টেক্সী করে পরিবারের চারজন মিলে আত্মীয় বাসায় যাবার পথে আসাদ গেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে আমার চাচাসহ সিএনজিতে থাকা চার জনই আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পরে আমরা খবর পেয়ে হাসপাতলে আসি। চাচার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ভর্তি দেওয়া হয়। রাত সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় চাচার মারা যান। অন্যরা হাসপাতাল থেকে চিকিৎসা নেয় ।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ