31 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

বিএনএ, ডেস্ক: ঘন কুয়াশায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে একই দিন ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে পাঁচটা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসির (বাণিজ্যিক) বিভাগের (এজিএম) মো. সালাম হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে ফেরির মাকিং লাইটের আলো অস্পষ্ট দেখা দেয়। আর আলো অস্পষ্ট দেখালে এ সময় নৌরুটে দুর্ঘটনার ঝুঁকি থাকে। এসব এড়াতে ভোর সাড়ে ৫ টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি বলেন, চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় পারে বেশকিছু যানবাহন আটকা পড়ে গেছে। তবে এখন যেহেতু ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আটকে যানবাহনগুলোও খুব দ্রুত পার হয়ে যেতে পারবে।

অন্যদিকে, জেলার ঘুন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌ-রুটে রাত সাড়ে ৩ টা থেকে সকাল নয়টা পর্যন্ত সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ