20.7 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কম সংখ্যক দল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

কম সংখ্যক দল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী


বিএনএ, গাজীপুর: কম সংখ্যক দল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব দর্শকবিহীন খেলাধুলা চলবে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে গাজীপুরের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসহায়দের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক ছিল তখন দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালিত হয়েছে কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা বাড়তির দিকে যাচ্ছে। তাই যথাসম্ভব কম সংখ্যক দল নিয়ে সব খেলা পরিচালনা করতে চাই।

অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জীব মল্লিক বাবু, আওয়ামী লীগের সদস্য মো. ফজলুর রহমান প্রমুখ।

বিএনএ/ রুকন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ