28 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দেশে করোনা সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে

দেশে করোনা সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে


বিএনএ, ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে। শনাক্তের মধ্যে ৬৯ শতাংশই ওমিক্রন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকায়।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। সোমবার শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশে পৌঁছে গেছে। অনেকেই ধারণা করছেন ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। কিন্তু আমরা বলতে চাই, দেশে এখনও ডেল্টার সংক্রমণ হচ্ছে, তবে ওমিক্রনও ছড়িয়েছে।

ডেল্টা, ওমিক্রনসহ করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট থেকে রক্ষার জন্য সবাইকে আরও বেশি সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহ্বান জানান তিনি। বিশেষ প্রয়োজন না হলে ভিড় এড়িয়ে চলা, নিয়মিত মাস্ক পরার প্রতিও জোর দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

এদিকে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে করোনা রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মৃতের সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ।

গতকাল রোববার সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন। মারা গেছেন ৮ জন। সর্বশেষ দেশে করোনা শনাক্তের হার ১০ এর নিচে নেমে এসেছিল গত বছরের সেপ্টম্বরে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ