16 C
আবহাওয়া
৯:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা

আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা

আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা

বিএনএ,বিশ্ব ডেস্ক:আফগানিস্তানে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। রোববার(১৭ জানুয়ারি) সকালে রাজধানী কাবুলে অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।

এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কায়িম জানিয়েছেন,ওই দুই বিচারক কোর্টের গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। সে সময়ই তাদের ওপর হামলা চালানো হয়।হামলায় আহত হয়েছেন তাদের বহনকারী গাড়িটির চালক।ওই গাড়িটি তাদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছিল।কিন্তু তার আগেই হামলার শিকার হলেন তারা।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামসিদ রাসুলি জানিয়েছেন, ওই নারী বিচারকরা সুপ্রিম কোর্টে কর্মরত ছিলেন।দেশটির শীর্ষ আদালতে ২০ জনের বেশি নারী বিচারক দায়িত্ব পালন করছেন।কাবুল পুলিশের পক্ষ থেকেও ওই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত কয়েক মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে।বিশেষ করে কাবুলে একের পর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ