16 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » গৃহবধূ ধর্ষণ, স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

গৃহবধূ ধর্ষণ, স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ধর্ষণের শিকার পোশাককর্মী, যুবক গ্রেফতার

বিএনএ,ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে এক গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ তার স্বামীসহ ছয়জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

রোববার(১৭ জানুয়ারী) সন্ধ্যায় খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম বলেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী নারী ও তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ জানুয়ারি ওই নারীকে তার স্বামীসহ আরও পাঁচজন উত্তর গোড়ানের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে ওই নারীকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। । আজ রোববার সকালে তিনি কিছুটা সুস্থ হলে থানায় এসে মামলা দায়ের করেন।
জানা গেছে, স্বামীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলছিল ওই গৃহবধূর । স্বামী ক্ষোভের বশবর্তী হয়ে তাকে পাঁচ বন্ধুসহ ধর্ষণ করে।
তদন্তের স্বার্থে ওই নারীর স্বামীর পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ।

বিএনএ/ আহা,ওজি

Loading


শিরোনাম বিএনএ