24 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » রক্ত ঝরিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়  সরকার: মির্জা ফখরুল

রক্ত ঝরিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়  সরকার: মির্জা ফখরুল

করোনার টিকা সংগ্রহের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি’র

বিএনএ,ঢাকা: ইভিএমে কারসাজির মাধ্যমে পৌর নির্বাচনে আওয়ামী লীগ ভোট চুরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সরকার রক্ত ঝরিয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়।

রোববার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন,‘সিরাজগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী তারিকুল ইসলামকে হত্যার ঘটনায় আবারও প্রমাণিত হলো সরকার রক্ত ঝরিয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়।আওয়ামী লীগের বিধানে দয়া-মায়ার লেশমাত্র নেই।দেশে যে খুনের মহোৎসব চলছে তাতে রাষ্ট্র এক অমানবিক চেহারা ধারণ করেছে।সহিংস সন্ত্রাসই হচ্ছে এদের রাজনৈতিক আদর্শ।সেজন্যই রক্তাক্ত কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে যাচ্ছে।শুধু রাজনৈতিক বিরোধী পক্ষই নয়, বিবেকবান নাগরিক সমাজ ও বুদ্ধিজীবী, যারা সত্য কথা বলছেন, তারাও শাসকগোষ্ঠীর নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন।এখন হত্যা, বিচারবহির্ভূত হত্যাসহ সন্ত্রাসের এক অভয়ারণ্যের নাম বাংলাদেশ।দেশে কোন বাকস্বাধীনতাও নেই।

তিনি বলেন,সব অবিচার-অনাচার আড়াল করতেই দেশব্যাপী দুষ্কৃতিকারীরা সরকারের প্রশ্রয়ে রক্তাক্ত কর্মসূচির ধারা অব্যাহত রেখেছে।এরই ধারাবাহিকতায় জীবন দিতে হলো তারিকুল ইসলামকে।তার ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে নির্মমভাবে হত্যার ঘটনা নিঃসন্দেহে বর্তমান সরকারের আমলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে আরেকটি কলঙ্কিত অধ্যায়।

মির্জা ফখরুল বলেন,বর্তমান সরকার দেশকে এক মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।ন্যায়বিচার দেশ থেকে তিরোহিত হয়ে গেছে বলেই নিরন্তরভাবে বিরোধী পক্ষকে হত্যার পর বিচার না হওয়ায় হত্যাকারীরা উৎসাহিত হচ্ছে।স্বাধীনতার ৫০ বছর পরেও বাংলাদেশকে এখন সত্যিকারের স্বাধীন দেশ বলা যায় না।সরকার অন্যদেশের উপর নির্ভরশীল।তাই প্রতিনিয়ত সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি ৭২’র সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়: ফরহাদ মজহার নোয়াখালীতে যুবক হত্যা আজ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন প্রথম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি- ড. এম আমিনুল ইসলাম পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন-পানি সম্পদ উপদেষ্টা সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে-- সমাজকল্যাণ উপদেষ্টা পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে-- পরিবেশ উপদেষ্টা মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু