বিএনএ,ঢাকা: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার বিচার শুরু হয়েছে।রোববার (১৭ জানুয়ারি) আসামিদের উপস্থিতিতে বিচার শুরুর আদেশ দেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।সেইসঙ্গে দুই আসামির জামিন ও তিন আসামির ডিসচার্জের আবেদন নামঞ্জুর করা হয়।মামলার স্বাক্ষ্যগ্রহণের জন্য আগামি ২৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
এই আট আসামি হলেন- সাইফুর রহমান,শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।
আদালতের এপিপি রাশিদা সাইদা খানম গণমাধ্যমকে জানান,নিয়ম অনুযায়ী শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনানো হয়।সে সময় আসামি মাহবুবুর রহমান রনি ও অর্জুন লস্করের পক্ষে আইনজীবীরা জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে।এছাড়া আসামিদের অব্যাহতির আবেদনও খারিজ করে দেয় আদালত।
বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন,অভিযোগপত্রে পুলিশ সব আসামিদের অর্ন্তভুক্ত করেছে।তাই অভিযোগপত্র নিয়ে আর আপত্তি না থাকায় আদালত তা আমলে নিয়ে অভিযোগ গঠন করেছে।
এর আগে গত ৩ ডিসেম্বর আট জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।৩ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর এই মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল।সেদিন বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র নিয়ে আপত্তি থাকলে তা জানাতে এক সপ্তাহের সময় দেন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক।
১০ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ নির্ধারত করে আদালত। সেদিনও আদালতে বাদীপক্ষ আরও দুই দিন সময় চায়।১২ জানুয়ারি নির্ধারিত তারিখে বাদীপক্ষ অভিযোগপত্র নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা আদালতকে জানায়।এরপর অভিযোগপত্র আমলে নেয় আদালত।
গতবছরের ২৫ সেপ্টেম্বরের রাতে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ।গণমাধ্যমে খবর প্রকাশের পর নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে।
ঘটনার দিন রাতেই ছয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় কয়েক জনকে আসামি করে নগরীর শাহপরাণ থানায় মামলা দায়ের করেন ওই নারীর স্বামী।
ঘটনার পর পালিয়ে গেলেও তিন দিনের মধ্যে সিলেটের বিভিন্ন স্থান থেকে ৮ আসামিকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারের পর সবাইকে পাঁচ দিন করে রিমান্ডে পায় পুলিশ।রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা।আর দুই মাসের বেশি সময় পর তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।
বিএনএনিউজ/আরকেসি