বিএনএ, স্পোর্টস ডেস্ক : মহান বিজয় দিবসে পুরুষদের পর ক্রিকেটে জয়ের দেখা পেল নারীরাও। শ্রীলঙ্কারে বিপক্ষে জয় পেয়েছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। সোমবার (১৬ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
কুয়ালালামপুরে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। সাতে নামা সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা। এছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।
রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ৯৪ রানে।
ম্যাচটিতে শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের আঁটসাট বোলিংয়ে রানের গতি হারিয়ে ধারাবাহিকভাবে উইকেটও হারাতে শুরু করে শ্রীলঙ্কা। শেষ পযন্ত অলআউট না হলেও রান আটকে থামে শতকের নিচেই।
অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।
এর আগে সোমবার সকালে ক্যারিবিয়ানে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নস ভেল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ১৪০ রানে থামে ক্যারিবীয়রা। এতে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারালো বাংলাদেশ।
বিএনএনিউজ/এইচ.এম।