20 C
আবহাওয়া
১১:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » হিলি সীমান্তে বিএসএফ-বিজিবির মিষ্টি বিনিময়

হিলি সীমান্তে বিএসএফ-বিজিবির মিষ্টি বিনিময়

হিলি সীমান্তে বিএসএফ-বিজিবির মিষ্টি বিনিময়

বিএনএ, দিনাজপুর: মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের বিএসএফ, কাস্টমস ও ইমিগ্রেশনকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের বিজিবি, কাস্টমস ও ইমিগ্রেশন।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় বিএসএফের ক্যাম্প কমান্ডার রাজেস দেওয়ার হাতে ৫ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম। বিএসএফ কমান্ডার রাজেশ দেওয়াও বিজিবি কমান্ডারের হাতে দুই প্যাকেট মিষ্টি তুলে দেন। একই সময়ে ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তার হাতে মিষ্টি উপহার দেন হিলি কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা।

এসময় চেকপোস্ট শুন্যরেখায় বিজিবির চেকপোস্ট কমান্ডার সাইদুল ইসলাম, ইমিগ্রশনের দায়িত্বরত এএসআই জিয়াউর রহমান, রফিকুল ইসলামসহ পুরুষ ও নারী বিজিবি- বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে তাঁরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম বলেন, বিভিন্ন দিবস ও উৎসবে আমরা দুই বাহিনী একে অপরের মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়।

এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ