বিএনএ, বিশ্বডেস্ক : অপরাধ করার জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে দাবি করেছে তালেবান। গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন সেনাদের ড্রোন হামলায় ১০ বেসামরিক ব্যক্তির প্রাণ হারানোর ঘটনায় কোনো মার্কিন সেনাকে শাস্তি দেয়া হবে না বলে পেন্টাগণ যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রয়ায় কাবুল এ ক্ষতিপূরণ চেয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বলেন, মার্কিন সেনারা গত ২০ বছরে আফগানিস্তানের অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সেসব হত্যাকাণ্ডের জন্যও আমেরিকাকে জবাবদিহি করতে হবে।
গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর মার্কিন ড্রোন হামলা এক পরিবারের ১০ সদস্য নিহত হন যাদের মধ্যে দু’জন নারী ও শিশু ছিলেন।গত সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, বেসামরিক আফগান নাগরিকদের হত্যাকারী সেনাদের বিচার করা হবে না। (পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।